ফটিকছড়ি প্রতিনিধি এইচ.এম.সাইফুদ্দীন: ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বদলিজনিত কারণে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার বিদায় নিলেন অশ্রুসিক্ত নয়নে, বিদায়কালে বক্তব্য দিতে গিয়ে থানার অফিসার সাংবাদিকদের সামনে তিনি অশ্রুসিক্ত নয়নে কেঁদে ওঠেন।
তিনি বলেন,আমি এ থানায় দায়িত্ব থাকাকালীন সময়ে চেষ্টা করেছি নিষ্ঠার সাথে সকলকে নাগরীক সেবা দিতে, দায়িত্ব পালন করতে গিয়ে আমার সফলতা ও ব্যর্থতা থাকতে পারে। সফলতা ফটিকছড়িবাসীর,আর ব্যর্থতা সকল আমার।
তিনি ২০১৮ সালে ফটিকছড়ি থানায় যোগদানের পর পুরো থানার চিত্র পাল্টে ফেলেন। জনসেবা সহজ করতে’ জিডি ও মামলা করতে কোনো টাকা দিতে হবে না’ এমন লেখা ডিউটি অফিসারের রুমের দেয়ালে সাঁটানো ছিলো। তিনি, ফটিকছড়ি থানাকে মাদকমুক্ত করণে বলিষ্ঠ ভূমিকা রাখেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল ছিলেন। তিনি থানায় দালালদের দৌরাত্ম্য বন্ধ করেছিলন।
বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএসপি মাসুম,থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)রবিউল ইসলাম,সেকেন্ড অফিসার এসআই রিদুওয়ার,এসআই দেলোয়ার,এসআই সঞ্জয় ঘোষ,এসআই ফারুক,এসআই ফখরুদ্দিনসহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিককর্মী ও পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সি-তাজ.কম/এস.টি