চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রেরর উদ্যোগে বাঙালী, ঔপন্যাসিক,নাট্যকার,প্রাবন্ধিক,বাংলাভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭৩জন্ম জয়ন্তী স্মরণে এক সাহিত্য সন্ধ্যা গত সোমবার ৯ নভেম্বর ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি,সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,শিক্ষক বিজয় শংকর চৌধুরী,সাফাত বিন সানাউল্লাহ,সুমন চৌধুরী,আসিফ ইকবাল, সঙ্গীত পরিবেশন করেন লুপর্ণা মুৎসুদ্দী,সুকুমার দে,কাকলী দাশ গুপ্তা,তবলায় ছিলেন প্রীতম আচার্য্য,সুচয়ন দে জয়,কাব্য দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন উপমহাদেশের খ্যাতিমান সাহিত্যিক মীর মশাররফ হোসেন।বাংলা গদ্যে যার অবদানকৃত অনস্বীকার্য।সমাজ বাস্তবতায় লেখকের কাহিনীর বর্ণনা পাঠককে উজ্জীবিত করে প্রাণিত করে।লেখকের উপন্যাস নবজাগরণের প্রতিবিম্ব।
সি-তাজ.কম/এস.টি