G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মানব সভ্যতায় অনাচার অশ্লীলতা বৃদ্ধির ফলে নেমে আসছে করোনাভাইরাসের মত ভয়াবহ মানবিক বিপর্যয়

আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী ৫০তম মাহফিলে সীরতুন্নবী (স.)’র ১৩তম দিবসে বক্তারা বলেন

0
লোহাগড়া প্রতিনিধি:গড়াহাহ গড়াহাহ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ১৩তম দিনের অনুষ্ঠান গতকাল ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক (আরবী) আলহাজ্ব মাওলানা সিরাজুল হক এর সভাপতিত্বে এদিন আলোচনা করেন চুনতী আওলিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাজেদুল কাদের ও পটিয়া জিরি আল জামিয়াতুল ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি শাহাদত হোছাইন। বক্তারা বলেন, মানব সভ্যতায় অনাচার অশ্লীলতা বৃদ্ধির ফলে নেমে আসছে করোনাভাইরাসের মত ভয়াবহ মানবিক বিপর্যয়। নবী করীম (স.) বলেন, “যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যভাবে চলতে থাকে, তখন তাদের মধ্যে প্লেগ এবং এমন অভিনব দুরারোগ্য ব্যাধি দেওয়া হয়, যা তাদের পূর্বপুরুষেরা কখনো শোনেনি।” করোনা প্রসঙ্গে আজো প্রিয়নবীর (স.) বাণী তাৎপর্যপূর্ণ। রোগ-শোকের মাধ্যমে মুমিনকে পরীক্ষা করা হয়, এতে তার ঈমানিশক্তি বৃদ্ধি পায়। রোগের মধ্যেও পাওয়া যায় কল্যাণের বার্তা। যেমন, একদা নবী করীম (স.) হযরত আবু হুরাইরাকে (রা.) সঙ্গে নিয়ে জ্বরের রোগী দেখতে যান। নবী করীম (স.) বলেন, “সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ্ বলেন, ‘আমার আগুন দুনিয়াতে আমি আমার মুমিন বান্দার ওপর প্রয়োগ করি, যেন তা আখিরাতের আগুনের বিনিময় হয়। এর পূর্বে বাদ আছর চুনতী মসজিদে বায়তুল্লাহর সহকারী ইমাম মাওলানা মুহাম্মদ ওমর ফারুকের তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। নাতে রসুল পরিবেশন করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার ছাত্র একরামুল হক। বাদ মাগরিবের অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন লোহাগাড়া সাতগড় তাহফিজুল কুরআন একাডেমির ছাত্র আবদুল্লাহ আল নোমান ও নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র মুহাম্মদ তারেক মুসা। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম কবির, ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুহাম্মদ  মাহবুবুল হক, মাহফিল পরিচালনা কমিটির সদস্য তৈবুল হক বেদার, মুহাম্মদ ফুরকান হোসেন চৌধুরী প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.