৮ নভেম্বর ২০২০ রবিবার বাদে মাগরিব মাসিক তরিকতের বৈঠক, জিকির ও দোয়া মাহ্ফিল শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারে গারাংগিয়ার পীর সাহেব পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত হযরত আলহাজ্ব শাহ মাওলানা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ.)। মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হযরত মাওলানা ড. এনামুল হক মুজাদ্দেদি, শাকপুরা কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবদুল জলিল, সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শাহজাদা মহিউদ্দিন মজিদী, হযরত মাওলানা মুহিবুল্লাহ, চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ মওলানা আমিনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র কমপ্লেক্সের পরিচালক ও শাহ মাহমুদিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন মজিদী। পীর ছাহেবের হেদায়তে নসিহত আখেরি মোনাজাত, ত্বরিকতের সবক ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।
সি-তাজ.কম/এস.টি