মো.সাহাবুদ্দীন সাইফ হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে অসাধু ব্যবসায়ী চক্রে নিধনের পথে বনাঞ্চল, কুচক্রী মহলের প্রভাবশালীরা পাহাড় থেকে গাছ কেটে উপজেলার বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছে। রাত গভীর হলেই গাছ পাচারে ব্যস্ত সময় পার করে এইসব বনদস্যুরা। যার কারনে হারাচ্ছে পাহাড়ের ভারসাম্য। হুমকির মুখে পড়ছে পরিবেশ। যদিও বন বিভাগের উত্তর কর্মকর্তারা নিরব ভূমিকায় রয়েছে কিন্তু থেমে নেই উপজেলার তড়িৎকর্মা নির্বাহী অফিসার রুহুল আমিন।
শুক্রবার ৪ঠা ডিসেম্বর গোপনে আড়ি পেতে থেকে গভীর রাতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এলাকার উদালিয়া পাহাড় থেকে চাঁদের গাড়ি করে কাঠ পাচারকালে কাঠসহ ২টি চাঁদের গাড়ি জব্দ করেন।
এসময় প্রশাসনে উপস্থিতি টের পেয়ে গাড়ি চালক সহ অন্যান্যরা পালিয়ে যায়। জব্দকৃত কাঠের মুল্য প্রায় অর্ধ লক্ষ টাকা। এর আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তা একাধিক অভিযান পরিচালনা করে কাঠ জব্দ করলেও ধরা ছোঁয়ার বাইরে বনাঞ্চল ধ্বংসের মুল হোতারা, ফলে প্রতিনিয়ত লুট হচ্ছে বনাঞ্চলের সম্পদ।
এদিকে সরেজমিনে কয়েকটি পাহাড়ি এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শুকনো মৌসুমে বিভিন্ন ইট ভাটার জন্য কাঠের প্রয়োজন হয়। তখন একটি সিন্টিকেট উপজেলার ফরহাদাবাদ উদালিয়া, সরকারহাট, চারিয়া, পৌরসভার আদর্শগ্রাম, সন্দীপ পাড়া এলাকার পশ্চিমে সরকারী পাহাড় থেকে রাতের আঁধারে গাছ কেটে উজাড় করে দিচ্ছে পাহাড়। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির পরিচয়, বনবিভাগের অসাধু কিছু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে বনাঞ্চল উজাড় করে ধ্বংসের মহড়া চলেছে। যার কারনে সরকারী সম্পত্তি হরিলুট হচ্ছে প্রতিনিয়ত। এ সিন্টিকেটের বিরোদ্ধে কেউ মুখ খুলতেও পারবেনা।যদিও করে তাহলে সন্ত্রাসী দিয়ে বাড়িঘর ভাংচুর সহ নানা হুমকি দিতে থাকে এমনি অভিযোগ সকলের। তারা দাবি করে বলেন, বনাঞ্চল বাঁচিয়ে রাখতে এ বনদস্যুদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা সহ ইট ভাটা ও করাতকলের মালিকদের সতর্ক করতে হবে। তাদের অধিক মোনাফা লাভের কারনে এ বনাঞ্চল নিধন করতে মরিয়া হয়ে উঠেছে বনদস্যুরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন প্রতিবেদককে জানান, শুকনো মৌসুমে অসাধু বনদস্যুরা গভীর রাতে গাছ কেটে জ্বালানি কাঠ হিসেবে বিভিন্ন ইট ভাটায় পাচার করে। বড় বড় কাঠগুলো করাতকলে কৌশলে পৌছে দেয়, গভীর রাতে অভিযান পরিচালনা করে কাঠ সহ ২টি গাড়ি জব্দ করি। আইনানুগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। নজরদারিও বাড়াবে বলে তিনি জানান।
সি-তাজ.কম/এস.টি