জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ স্মরণে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের পরিকল্পনায় শততম দিনে বঙ্গবন্ধুকে নিবেদিত শততম দিনে শত কবিতা আবৃত্তি ফেইসবুক লাইভে গত ৮ডিসেম্বর রাতে উদ্ধোধন করলেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। বঙ্গবন্ধুকে উৎসর্গিত এ কবিতা আবৃত্তি কর্মসুচী ২০২১ সালের ১৭ই মার্চ পর্যন্ত চলতে থাকবে। এক অনুভুতিতে শিক্ষক বাবুল কান্তি দাশ বলেন বঙ্গবন্ধুর দেশপ্রেমের চেতনা প্রজন্মের ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু চর্চা জরুরী। বঙ্গবন্ধুর বাঙালীর চির প্রেরণার বাতিঘর হয়ে থাকবে। ফেইসবুক লাইভে বঙ্গবন্ধুকে নিবেদিত শততমদিনে শতকবিতা আবৃত্তি অনুষ্ঠান সকলকে উপভোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনুরুদ জানান।
সি-তাজ.কম/এস.টি