জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ স্মরণে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের পরিকল্পনায় শততম দিনে শতবৃক্ষরোপণ কর্মসুচীর উদ্ধোধন গত ৮ ডিসেম্বর বিকেলে আনোয়ারস্হ পারৈকড়া গ্রামে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুকে নিবেদিত শততম দিনে শত বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ধোধন করেন সংগঠনের উপদেষ্ঠা, দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ। উল্লেখ্য এ কর্মসুচী ২০২১ সালের ১৭ই মার্চ পর্যন্ত চলতে থাকবে। এক অনুভুতিতে সুজিত দাশ বলেন বঙ্গবন্ধুকে হৃদয়ে সত্যিকারভাবে ধারণ করে বাংলাদেশের উন্নয়নে আমাদেরকে কাজ করে যেতে হবে। তিনি সকলকে সামর্থ্য অনুযায়ী বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে ভুমিকা রাখার অনুরোধ করেন।সাথে সাথে সাথে নিজ নিজ গৃহের পাশে বৃক্ষরোপন ও চর্চার আহবান জানান।
সি-তাজ.কম/এস.টি