G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালীতে অধ্যক্ষ রফিকুল ইসলাম স্মৃতি সংসদের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

0

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাঁশখালীতে অধ্যক্ষ রফিকুল ইসলাম স্মৃতি সংসদ কতৃর্ক আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টর শুভ উদ্ভোধনী খেলা মহান বিজয় দিবসের এইদিনে বুধবার (১৬ ডিসেম্বর) রাত ৯ টায় বাঁশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর জলদী মিয়ার বাজারের পূর্ব পার্শ্বে রহুল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠ এলাকায় সিকদার খন্দকার একাদশ বনাম চাম্বল এ্যামভিশন ক্রিকেট ক্লাবের ম্যাচ দিয়েই উদ্ভোধনী খেলা অনুষ্টিত হয়। এতে চাম্বল এ্যামভিশন ক্রিকেট ক্লাবকে পরাজিত করে সিকদার খন্দকার একাদশ বিজয়ী লাভ করে।

বাঁশখালী আইনজিবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট তকছিমুল গনী ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত টূর্নামেন্টের উপস্থিত ছিলেন,বাঁশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল কবির সিকদার, কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, বাঁশখালী পৌরসভার সংরক্ষিত ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, রাজনিতীবিদ ও সমাজ সেবক হেলাল সিকদার, জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার দাতা ও প্রতিষ্টাতা সদস্য (মোত্তয়াল্লী), দৈনিক মানবকন্ঠ ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের,
তরুন রাজনিতীবিদ ও সমাজসেবক জাবেদুল কাদের সুমন,বাঁশখালী সরকারী আলাওল কলেজের অফিস সহকারী বেলাল আহমদ প্রমূখ।

এ সময় উক্ত উদ্ভোধনী নাইট শর্টপিস টুর্নামেন্ট খেলাটি পরিচালনা করেন, মোঃ শামশুল আলম ও সাইমুন বাবু। উক্ত খেলায় শিশু কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সের কয়েক শতাধিক দর্শক খেলা উপভোগ করেন।

এছাড়াও খেলায় ম্যান অব দা সিরিজ ও ম্যান অব দা ম্যাচ হিসেবে খেলোয়ারদের মাঝে পদক তুলে দেয়া হয়।

উক্ত খেলায় সর্বমোট ১৬ টি দল অংশ গ্রহন করবেন বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি কতৃর্ক জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.