G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মিরসরাইয়ে ২শ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

0

 

মিরসরাই প্রতিনিধিঃ শিহাব উদ্দিন শিবলু : মিরসরাই উপজেলায় একদিনে প্রায় ২শ কোটি টাকার কাজের ফলক উন্মোচন করেছেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বুধবার (২৩ ডিসেম্বর) দিনভর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি।

বুধবার সকালে প্রথমে ফেনী নদীর উপর ২৫২ মিটার দৈর্ঘ্যরে এ সেতুর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন তিনি। এরপর বারইয়ারহাট পৌরসভায় ৩৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, মিরসরাই পৌরসভায় ১০টি উন্নয়ন প্রকল্প, পরে বেলা ১টা দিকে উপজেলা সদরে এসে এক সাথে ৯০টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌসভার মেয়র এম গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মীর আলম মাসুক, সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, ধুম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দিন ইরান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এম আবুল হোসেন, সাইফুল্লাহ দিদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফছার হোসেন চৌধুরী সহ ১৬ ইউনিয়নের চেয়ারম্যান, দুই পৌরসভায়, ১৬ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সম্পাদক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিরসরাই উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান জানান, মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মোট ৯০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থরের ফলক উন্মোচন করেছেন। এসব প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় ২শ কোটি টাকা।

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.