বাংলাদেশের জাতীয় কবি, চির বিদ্রোহ,মানবতা, সাম্য ও প্রেমের কবি, শোষিত বঞ্চিত,অত্যাচারিত,দুঃখী নিপীড়ীত মানুষের চেতনার কন্ঠস্বর, বিদ্রোহী কবি
কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ঐতিহাসিক ” বিদ্রোহী ” কবিতার রচনার ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে এবং কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৫ জানুয়ারী ফেইসবুক লাইভে কবিতাটি আবৃত্তি করেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি,লেখক,শিক্ষক বাবুল কান্তি দাশ। তিনি অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন – বিদ্রোহী কবিতার বয়স আজ ৯৯ বছর এখনো সমান প্রাসঙ্গিক এবং যুগ যুগ ধরে এর আবেদন থেকে যাবে।আজ নজরুল অনুশীলন,
অনুধ্যান খুব জরুরী।সত্য, ন্যায়নিষ্ঠ এবং মানবিক হওয়ার তাগিদে নজরুল চর্চা আবশ্যক।
সি-তাজ.কম/এস.টি