চট্টলার রাজপথ তোমাকে খুঁজবে
জয় বাংলার স্লোগানে তোমাকে ডাকবে
লালদিঘী,নিউমার্কেট চত্ত্বর তোমাকে দেখতে চাইবে
প্রিয় আলকরণবাসী তোমার জন্যই কাঁদবে।
সংস্কৃতিকর্মী,খেলাঘর সংগঠক,শিল্পীরা
তোমার শুণ্যতা নিয়ে শুধু ভাবতে থাকবে,
সিটি কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রনেতা
শুধু তোমার নেতৃত্বের অভাব অনুভব করবে।
বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা তোমাকে চাইবে
হকারবন্ধুরা তোমার ছবি হৃদয়ে রেখে দিবে।
আন্দোলন সংগ্রামে তোমার কন্ঠস্বর ভাসবে
সংকট উত্তরণে তোমার আওয়াজ সাহস জোগাবে।
নৌকার বিজয়ে তোমার স্মৃতি হাসবে
মুক্তিযুদ্ধের বিজয়মেলায় তোমাকে মনে পড়বে।
আদর্শ ও ত্যাগীরা কর্মীরা তোমাকে বারে বারে কাছে পেতে চাইবে,
শহীদ মিনারের সেই চেনাজানা পাদদেশ তোমাকে খবর নিবে।
শুধু মৃত্যবার্ষিকীতে শ্রদ্ধা নয়
সময় ও অসময়ে তোমার কর্মীরা শ্রদ্ধা তোমাকে জানাবে,
ভোটের মাঠ তোমার জন্য অপেক্ষা করবে
সকল শ্রেণীর ভোটার তোমাকে মনে মনে ভোট দিবে।
শিশুকিশোর ছাত্র যুবব, বৃদ্ধ সর্বশ্রেণী তোমাকে খু্ঁজবে
তোমার নেতৃত্বের শুণ্যতা যুগ যুগ
বীর চট্টলা ফিরে পেতে চাইবে।
প্রিয় তারেক সোলায়মান সেলিম ভাই
বীর চট্টলা সবসময় তোমাকে খুঁজে বেড়াবে
প্রিয়নেতা, তারেক সোলায়মান সেলিম ভাই
জনমানুষ শুধু তোমার শুণ্যতা অনুভব করবে।
সি-তাজ২৪.কম/এস.টি