চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী,উপন্যাসিক, গল্পাকার, প্রাবন্ধিক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৩ তম প্রয়াণবার্ষিকী স্মরণে ‘মানুষের মৃত্যু আমাকে ব্যথিত করেনা,ব্যথিত করে মনুষ্যত্বের মৃত্যু ‘ শীর্ষক এক সাহিত্য সন্ধ্যা গত ১৮ জানুয়ারী সোমবার রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। অধ্যাপক ইমরান মাহমুদের পরিচালনায় এতে আলোচনা,গান ও আবৃত্তি অংশগ্রহণ করেন অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব,সংঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, বিজয় শংকর চৌধুরী,কাকলী দাশ গুপ্তা, সুমন চৌধুরী,সাফাত বিন সানাউল্লাহ, আসিফ ইকবাল,সুমন চৌধুরী, প্রীতম আচার্য,কাব্য দাশ,শিহাব রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন মহান পার্থিব মানবতাবাদী, অপরাজেয় ও অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক। ধর্মান্ধতা ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যাঁর লেখনি ক্ষুরধার।সত্য,সুন্দরে নিবিষ্ট এই লেখক পাঠককে উজ্জীবিত ও প্রাণিত করে নিয়ত।