ফটিকছড়ি প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা জহরুল হক হল হতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ফটিকছড়ির জন্য বরাদ্ধ ৬ শত ঘরের প্রথম পর্যায়ে ৭০ টি ঘর ও জায়গার দলিল পত্র গৃহহীনদের মাঝে প্রদান করেন ফটিকছড়ি থেকে নিবার্চিত সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
এ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মো: আবু তৈয়ব।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল শাহাদাত হোসেন, ফটিকছড়ি সহকারি কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ। মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোঃ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর সভার মেয়র মোঃ সিরাজ উদ দৌলা, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবুদুল্লাহ, ইউপি চেয়ারম্যানদের মধ্যে এম সোলায়মান, ইকবাল হোসেন চৌধুরী, রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, রুস্তম আলী, জানে আলম, হারুন অর রশিদ, ইব্রাহীম তালুকদার, সরওয়ার হোসে স্বপন, এম শাহনেওয়াজ, সোহেব আল সালেহীন, আজম উদ্দিন, সৌরব হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান, আবদুল মন্নান, শাহ আলম সিকদার, সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সার্বিক বিষয় তুলে ধরেন ফটিকছড়ি সহকারি কমিশনার (ভূমি) জেসান বিন মাজেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা রির্সোস সেন্টরের কর্মকর্তা হোসাইন মোঃ এমরান।
পরে অতিথিরা ফটিকছড়িতে প্রথম পযার্য়ে দেওয়া ৭০ জন ভূমিহীন পরিবারকে ঘর ও জায়গার দলিল পত্র বুঝিয়ে দেন।
সি-তাজ২৪.কম/এস.টি