প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: কালী সেবিকা এবং বোয়ালখালী প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ডাঃ প্রভাস চক্রবর্ত্তীর পিসি সেই বিলাসী গাঙ্গুলি,আমাদের মাঝে আর নেই।তিনি আজ রবিবার চট্টগ্রাম বেসরকারী মেডিকেল সেন্টার হাসপাতালে হঠাৎ রক্ত চাপ নিন্মে চলে এসে সকাল ৮টা ৪৫মিনিটে পরলোক গমন করেন। মৃত্যু কালে তিনি পাঁচ পুত্র,পাঁচ কন্যা সহ বহু আত্মীয় স্বজনওগুনগ্রাহী রেখে যান। স্বর্গীয় নগেন্দ্র লাল চক্রবর্ত্তীর দ্বিতীয় কন্যা ছিলেন।পূর্বগোমদন্ডী দত্তপাড়া লোকনাথ মন্দির সংলগ্নে তার দাহপ্রতা সম্পন্ন হবে।
সি-তাজ২৪.কম/এস.টি