চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ঊনিশ শতকের বাংলা রেনেসাঁর অন্যতম প্রতিভু,দেশপ্রেমিক কবি, চট্টল গৌরব মহাকবি নবীন চন্দ্র সেনের ১১২ প্রয়াণবার্ষিকী স্মরণে ‘শুণ্য হল আজি বন্ধ হল সিংহাসন’ শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ২৫ জানুয়ারী রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তি অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি,শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব,সংঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, সুকুমার দে,কবি আসিফ ইকবাল, সাফাত বিন সানাউল্লাহ, সুমন চৌধুরী, প্রীতম আচার্য,সুচয়ন দে জয় প্রমুখ। সভায় বক্তারা বলেন
চট্টল গৌরব মহাকবি নবীন চন্দ্র সেন বাংলা সাহিত্যাকাশের এক উজ্জ্বল ধ্রুবতারা।দেশপ্রেমিক এই মহাকবি সাহিত্য ও সংগীতে সমৃদ্ধ করেছেন আমাদের। দেশপ্রেম আর জাতীয়তাবোধেরর সৃজনশীল আর মননশীলতা আমাদের উজ্জীবিত ও প্রাণিত করছে তাঁর লেখা যুগ থেকে যুগান্তরে।
সি-তাজ২৪.কম/এসটি