G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালী ইয়াবা সহ রোহিঙ্গা যুবক আটক ১

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:
বর্তমানে এখন ইয়াবা টেবলেট যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। এটাকে রোধ করতে বোয়ালখালী থানা সবসময় আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গতকাল এক যুবকের আটক করেছে থানা পুলিশ। তার নাম মো. ইমতিয়াজ (২৩) মায়ানমারের আকিয়াব জেলার বুচিডং থানার বরই সিকদার পাড়ার মৃত শমছু আলমের ছেলে। সে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং শরণার্থী ক্যাম্পে থাকে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল পৌণে ১১ টার সময় উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার থেকে তাকে আটক করা বলে জানায় পুলিশ। এ সময় তার পরনের প্যান্টের পকেটে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বোয়ালখালী থানা উপ-পরিদর্শক সুমন কান্তি দে জানান, ফকিরাখালী বাজার এলাকায় পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা যুবক ইমতিয়াজকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার সাথে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তার দেহ তল্লাশী করে পরনের প্যান্টের পকেটে ২টি প্যাকেটে ২০০ করে মোট ৪শত গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.