মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে হাতির আছাড়ে প্রাণ গেলো আনোয়ারা বেগম (৫৪) নামে এক বৃদ্ধার। বুধবার উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও নতুন পাড়ায় চা বাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অপর দিকে পুইঁছুড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া গভীর পাহাড়ে মোঃ ইউচুফ আলী (৫৫) নামের আরো একব্যক্তির মারা গেছে। সে পুইঁছুড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া চালিয়া পাড়া এলাকার মৃত ছিদ্দীক আহমদেরপুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়, বুধবার উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও নতুনপাড়ায় চা-বাগান সংলগ্ন এলাকায় সকাল ১১ টার দিকে হাতির সামনে পড়েন আনোয়ারা বেগম। হাতি তাঁকে তুলে আছাড় মারলে ঘটনাস্থলে মারা যান তিনি। ওই সময় শাহ আলম (৩৮) নামের একব্যক্তি তাকে বাঁচাতে গেলে তাঁকেও হাতি শুঁড়ে ছুড়ে মারলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে জঙ্গল নাপোড়া গভীর পাহাড়ী এলাকায় বিকাল সাড়ে ৫ টার দিকে হাতির সামনে পড়ে মো: ইউচুফ আলী (৫৫)। হাতি তাকে অাক্রমন করলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা বন বিভাগ ও থানা পুলিশ কে খবর দিলে তারা তাকে উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা বলেন, হাতির আছাড়ে আনোয়ারা বেগম নিহত হয়েছেন। তার শরীর টুকরো টুকরো হয়ে যায়। ইদানিং বন্য হাতি লোকালয়ে বেপরোয়া হয়ে বারবার আক্রমণ করে।
বিষয়টি নিশ্চিত করে জলদী অভরন্য রেইঞ্জকর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ইদানিং বন্য হাতি লোকালয়ে বেপরোয়া হয়ে বারবার আক্রমণ করে।সাধনপুর ও নাপোড়া এলাকায় পৃথক পৃথক ভাবে ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবার কে আমাদের বন বিভাগের পক্ষ থেকে ১ লক্ষ টাকার আর্থিক সহয়তা প্রদান করা হবে।