মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের রুহুল্লাহ পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী সুনামধন্য দক্ষিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল মাআলী মাসুদা খাতুন আলী আনছারী মহিলা হেফজখানার অভিবাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্টান আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে মাদ্রাসা কমপ্লেক্সে
মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক আলহাজ্ব মাওলানা আব্দুর রউফের সার্বিক তত্তবধানে ও আনোয়ারা কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আবুল হোসেনের সভাপত্বিতে দা’রুল মাঅালী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা এমরানের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটিজেন অব নেদারল্যান্ড ইউরোপ প্রবাসী, দা’রুল মাঅালী মাদ্রাসার দাতা সদস্য ও মাসুদা খাতুন অালী আনছারী মহিলা হেফজখানা মাদ্রাসার প্রতিষ্টাতা বিশিষ্ট দানবীর ও সমাজসেবক অধ্যাপক মাওলানা আলী আনছারী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক আলহাজ্ব ইলিয়াছ সাওদাগর, বাঁশখালী পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাফর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন, কালীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও সমাজসেবক মোঃ নোমান সহ অভিভাবক, মাদ্রাসার সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ মাদ্রাসার হিতাকাঙ্খী, শুভানুধ্যায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথি সিটিজেন অব নেদারল্যান্ড ইউরোপ প্রবাসী অধ্যাপক মাওলানা আলী আনছারী বলেন,কওমী মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা, এ শিক্ষার ব্যাপারে ইসলাম বিদ্বেষী চক্রের আগ্রাসন, ছাত্রের গার্ডিয়ান হিসেবে অভিভাবকদের করণীয় ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, পবিত্র দ্বীন, দেশ -জাতি ও সমাজের উভয় জাহানের কল্যাণে নিজের জীবনের সর্বোচ্চ কুরবানী করে মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জন ছাড়া কওমী মাদ্রাসায় পড়া লেখা করার আর দ্বিতীয় কোন উদ্দেশ্য নেই। তিনি আরো বলেন, মাদ্রাসা একটি আরবী শব্দ । এর শাব্দিক অর্থ হচ্ছে বিদ্যালয়। সাধারণত মাদ্রাসার শিক্ষাকে ধর্মীয় শিক্ষার সাথে তুলনা করা হয়। কেননা এখানে ধর্ম ও ধর্মীয় বিষয়াদি নিয়ে বেশী আলোচনা হয়।যেখানে ইসলামি শিক্ষা দেওয়া হয়। যাহা চরিত্র গঠন করার মুল হাতিয়ার । তাই এ ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অত্যান্ত গুরুত্বপূর্ণ।
কেননা এই শিক্ষা শুধুই জ্ঞানর প্রসারতা এনে দেয়না ,পাশাপাশি উন্নত চরিত্র গঠন করতেও বেশ ভূমিকা রাখে। মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করা অত্যান্ত প্রয়োজনীয় বিষয়। এই জ্ঞান যদি হয় কোন মাদ্রাসা হতে অর্জন কৃত ধর্মীয় জ্ঞান তাহলে তো আর কোন কথাই নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সঃ বলেছেন প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক । ছাত্র -ছাত্রীর উত্তম চরিত্র গঠনের জন্য মাদ্রাসা গুরুত্ব পূর্ণ ভূসমকা পালন করে থাকে।সে সফল ভাবে চারিত্রিক উন্নতিতে সাধিত হয়। যেমন-বড়দের প্রতি সম্মান- উত্তম চরিত্রের একটি বিশেষ দিক হচ্ছে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা আর ছোট দের প্রতি স্নেহ করা” রাসুল সঃ ইরশাদ ফরমান -যে ব্যক্তি বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না সে আমার উম্মত নয়” আর এই শিক্ষা ছাত্ররা অর্জন করে মাদ্রাসা হতে। কাজেই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে এই গুণটি সহজে অর্জন করা যায়।

উল্লেখ্যঃ নার্সারী থেকে সমাপনী ৫ ম শ্রেনী পর্যন্ত এই দা’রুল মাঅালী মাদ্রাসার লেখা পড়ার মান নিয়ে এলাকায় ব্যাপক সুনাম রয়েছে। এই মাদ্রাসায় ৩৫০ জন নিয়মিত ছাত্র-ছাত্রী এবং শিক্ষক কর্মচারী রয়েছেন ১৮ জন।
অনুষ্ঠান শেষে মেধাবী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।