মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
সমাজের সকল শ্রেণীর মানুষের মাঝে স্বল্প খরচে স্বাস্থ্য সেবায় সুবিধা নিশ্চিতকরণে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯ নং গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা সকাল বাজারে “অনির্বাণ” মানবিক উন্নয়ন কেন্দ্রের “গণস্বাস্থ্য কেন্দ্র” সোমবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭ টায় সকাল বাজারস্থ জে.এ. শপিং সেন্টারের ৩য় তলায় গণস্বাস্থ্য কেন্দ্র কার্যালয়ে সাংবাদিক শিব্বির আহামদ রানার সঞ্চালনায় ও গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক শাহ মুহাম্মদ শফিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শামসুল আলম। এসময় বিশেষ অতিথি ছিলেন, গন্ডামারা ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, পরিবার পরিকল্পনা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইন্সপেক্টর ও বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি মোঃ মুনির উদ্দিন চৌধুরী, ছনুয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মু. সরোয়ার আলম
, আওয়ামীলীগ নেতা হারুনর-রশিদ, জে.এ.শপিং সেন্টারের স্বত্বাধিকারী মোঃ জামাল উদ্দিন চৌধুরী, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল জাব্বার,দৈনিক জনকন্ঠের বাঁশখালী প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, মাওঃ হেফাজুল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ‘গন্ডামারা গণস্বাস্থ্য কেন্দ্র, এই উপকূলীয় অঞ্চলের গণমানুষের কাছে স্বাস্থ্যসেবার মান যথাযথভাবে পৌছিয়ে দিবে। গন্ডামারা মতো দুর্গম এলাকার প্রসূতি রোগীদের ডেলিভারির সময় যে দূর্বিসহ যন্ত্রণা ভোগ করে তা লাঘবে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স দ্বারা নরমাল ডেলিভারি ও সেবা প্রদান করবে এ প্রতিষ্ঠান। এটি কোন ব্যবসায়ী প্রতিষ্টান নয়। এই প্রতিষ্টানের মূল চিন্তা ধারা এই উপকূলীয় অঞ্চলের মানুষের সেবা করা। এইখানে প্রতিদিন একজন এম.বি.বি.এস ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা সার্বক্ষণিক আমাদের এই গনস্বাস্থ্য কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা থাকবে। দেশের সর্ব বৃহৎ কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা ও এই উপকূলীয় গন্ডামারা বড়ঘোনা এলাকার মানুষ এখান থেকে স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবে।