G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কক্সবাজারে মনোমুহুরী প্রজন্ম মেলা-২১ অনুষ্ঠিত

0

 

আবদুর রাজ্জাক,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের শহরের লিংক রোড়স্হ মুহুরী পাড়ার ঐতিহ্যবাহী মনোমুহুরী পরিবারের উদ্যোগে মনোমহুরী প্রজন্ম মেলা- ২০২১ইং উপলক্ষে সোমবার সকালে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা মনোমুহুরী প্রজন্ম মেলা উদযাপন পরিষদ -২০২১’র চেয়ারম্যান জহিরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও মনোমুহুরী প্রজন্ম মেলা উদযাপন পরিষদের মহাসচিব খলিল সিকদার ও কুদরত উল্লাহ সিকদার এমইউপি’র সঞ্চালনায় শহরের লিংকরোডস্হ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার -০৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,কক্সবাজার -০২(মহেশখালী ও কুতুবদিয়া)আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, এম,এন নুরুল আলম সহযোগী অধ্যাপক, কক্সবাজার মেডিকেল কলেজ, আবুতালেব, নুরুল হক বীর প্রতীক,ওবায়দুল হালিম চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ, জহিরুল ইসলাম সিকদার, সভাপতি মাতামুহুরি স্মৃতি সংসদ, সাঈদু সিকদার, সভাপতি, যুব কমান্ড,কফিল উদ্দীন সিকদার, সাধারণ সম্পাদক, যুব কমান্ড, আজিম উদ্দিন সিকদার,বুলবুল সিকদার, এড, হেলাল উদ্দিন সিকদার, ফারুক সিকদার ও আহমদ সিরাজ বাবু সিকদার প্রমূখ। আলোচনা সভা শেষে কুদরত উল্লাহ সিকদার এমইউপি’কে মনোমুহুরী মেলা বাস্তবায়ন কমিটি-২০২২’র সভাপতি ও মেহেদী হাসান আল মাহমুদ সিকদারকে সাধারণ সম্পাদক, হাজী জহিরুল ইসলাম সিকদারকে মনোমুহুরী স্মৃতি সংদের সভাপতি ও মাষ্টার খলিল সিকদারকে সাধারণ সম্পাদক, সাঈদ সিকদারকে মনোমুহুরী যুব কমান্ডের সভাপতি ও কফিল উদ্দিন সিকদারকে সাধারণ সম্পাদক, আবু বক্কর ছিদ্দিক সিকদারকে উত্তর মুহুরী পাড়া সমাজ কমিটির সভাপতি ও মনির উদ্দিন সিকদারকে সাধারণ সম্পাদক এবং ছাদেক আহমেদ সিকদার ও ইছারুল হক সিকদারকে মনোমুহুরী স্মৃতি সংসদের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত করা হয়। আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজ ও রাইফেল ড্র’র মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.