G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

২৯শ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক চাঁদপুরে

0

 

সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর বাবুরহাট থেকে রোহিঙ্গা ওই দম্পতিকে আটক করা হয়

চাঁদপুরে ২ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদ পেয়ে চাঁদপুর বাবুরহাট মতলব সড়কের প্রবেশ মুখ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার আমতলী গ্রামের বসবাসকারী সুফিয়ং (৫৩) ও তার স্ত্রী গান্ধী (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, তল্লাশি চালিয়ে সুফিয়ংয়ের পেটের ভেতর ১৫শ’ পিসের ৩০ প্যাকেট ইয়াবা থাকার কথা জানতে পারেন তারা। পরবর্তীতে এক্স-রে করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় তার স্ত্রী গান্ধীর পেটিকোট থেকে সেলাই করা আরও ১৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক সুফিয়ং জানায়, টেকনাফ থেকে ইয়াবাগুলো চাঁদপুরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যায় তারা দুজন। তার স্ত্রী গান্ধীর পেটিকোটে ১৪শ’ পিস ইয়াবা সেলাই করে রাখা হয়, বাকি ১৫শ’ পিস ইয়াবা তার পেটের ভেতর ছিল।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান চাঁদপুরে নিয়ে আনা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে পাঁচজন অফিসারসহ একটি টিম নিয়ে চাঁদপুর শহরের বাবুর হাট এলাকায় অভিযান পরিচালনা করি। পরে সন্দেহজনক আচরণের জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ইয়াবার কথা স্বীকার করে তারা। এসময় ওই নারীর পেটিকোটের ভেতর সেলাই করা ১৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয় এবং সুপ্রিয়ংয়ের পেটে থাকা ১৫শ’ পিস ইয়াবা থাকার কথাও স্বীকার করে তারা। পরে পেটে থাকা ইয়াবার বিষয়টি এক্সরে করে নিশ্চিত হয়েছি। সেগুলো পেট থেকে বের করে নিয়মিত মাদক মামলা রুজু করার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.