আবারও তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়িপ এরদোয়ান। এ নিয়ে সপ্তমবারের মতো চলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন প্রভাবশালী এই মুসলিম নেতা। গতকাল (২৪ মার্চ) কাউন্সিলরদের ভোটাভুটিতে এই নির্বাচন সম্পন্ন হয়। খবর আনাদোলুর।
রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এই নির্বাচনে সারা দেশের কাউন্সিলররা অংশ নেন। এতে নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। ১ হাজার ৪৩১ ব্যালটের মধ্যে এরদোয়ান পেয়েছেন ১ হাজার ৪২৮টি। বাকি ৩টি ব্যালট বাতিল বলে গণ্য হয়েছে। অর্থাৎ শতভাগ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এরদোয়ান।
নির্বাচিত হওয়ার পর এরদোয়ান বলেন, আমাদের এই কংগ্রেস যেন দেশ এবং মানুষের উপকারে আসতে পারে, সে জন্য আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। যারা আমাকে আবারও চেয়ারম্যান হিসেবে সমর্থন দিয়েছেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।
তুরস্কের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। মূলত এই নির্বাচনকে সামনে রেখেই জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবিধান অনুযায়ী, এরদোয়ান আর একবার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, দলের চেয়ারম্যান মনোনীত হয়ে আরেকবার প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গেলেন এরদোয়ান।
সি-তাজ২৪.কম/এস.টি