শিহাব উদ্দিন শিবলু: শুক্রবার (২৬ মার্চ) ৫ নং ওসমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে ৫নং ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ৮ম তম এপিএল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন সায়েদপুর স্পোর্টিং ক্লাব এবং মরগাং কিংস।
টসে হেরে ব্যাটিংয়ে জান মরগাং কিংস,আরিফের সর্বোচ্চ ১৮ রানে ৪ ইউকেটের বিনিময়ে ১৪৪ রানের তার্গেট দেন দলটি। অন্যদিকে মুন্নার ঝড়ো ইনিংসে এবং ওপেনার রায়হানের ৩৯ রানে ১ ইউকেট হারিয়ে খুব সহজে জয় লাভ করেন সাহেদপুর স্পোর্টিং ক্লাব।
খেলায় সেরা বোলার হিসেবে নির্বাচিত হন মরগাং কিংসের আরিফ এবং সেরা ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হন একই দলের মহিম। এছাড়াও ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন জয়ী দলের মুন্না।
ওসমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগেরর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব ডা.মোস্তফা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওসমানপুর ইউনিয়নের চেযারম্যান জনাব মফিজুল হক মাষ্টার,৫নং ওসমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব শাহ্ আলম,সাধারণ সম্পাদক মোবারক হোসেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য মহি উদ্দিন নিজামী, সদস্য রাহাত মুরশেদ, সদস্য লেয়াকত আলি। এছাড়াও উপস্থিত ছিলেন ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সানাউল্লাহ পলাশ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুরশেদ আলম পলাশ ও যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন রানা প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি