মাগুরার শ্রীপুরে মালাইনগর ও চরগোয়ালদাহ গ্রামে ৫০টি হিন্দু ধর্মালম্বী বাড়িতে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি দেয়া হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে পুলিশ হেফাজতে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার খলিফার আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন মাগুরার সিনিয়র জুডিশিয়াল ২য় আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন।
গত ১৯ মার্চ শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার চর গোয়ালদাহ ও মালাইনগর গ্রামে মুসলিম জামাত পরিচয়ে অসিত কুমার গোস্বামীসহ ৫০ থেকে ৬০টি হিন্দু বাড়ি ইসলামী দাওয়াতপত্র বিতরণ করে কয়েক ব্যক্তি। এসময় কোরআনের বিভিন্ন সূরা উল্লেখ করে ইসলাম ধর্ম গ্রহণের দাওয়াত দেয়া হয়। বিষয়টি হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলে অভিযোগ উঠে।
ঘটনার পর চর গোয়ালদহ গ্রামের অজিত মন্ডলের ছেলে অসিত মন্ডল বাদী হয়ে ২১ জনকে আসামি করে মাগুরার শ্রীপুর থানায় মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িতদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে ইউসুফ বিশ্বাস (৩৪), চরমহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে কোরবান আলী (৩৬), দারিয়াপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হারেজ (৪৮) ও কচুয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মোস্তাকিম বিল্লাহ (২৮)।
সি-তাজ২৪.কম/এস.টি