চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে “নতুন সুর্য,নতুন প্রাণ,নতুন সুর,নতুন” শীর্ষক বাংলা নববর্ষ বরণ ও বৈশাখী আড্ডা গত ১৪ এপ্রিল রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি, সংগঠনের সভাপতি সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সসভাপতি বিজয় শংকর চৌধুরী,সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ,সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসূদ্দী লোপা, সঙ্গীতা চৌধুরী, ,সাফাত বিন সানাউল্লাহ,সুমন চৌধুরী, হৃদয় দে,মোঃ সোহেল প্রমুখ। সভায় বক্তারা বলেন করোনা সংক্রমণ পেরিয়ে নতুন শান্তিময় পৃথিবী পাওয়ার লক্ষ্যে আগামী বর্ষবরণকে উপভোগ করব এই হোক শপথ।
সি-তাজ২৪.কম/এস.টি