G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে  সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকার্তা ডাঃমোঃ জিল্লুর রহমান বলেন গত ৮ এপ্রিল থেকে দেশে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়ছে। আমাদের পর্যাপ্ত পরিমান টিকা রয়েছে।সামাজিক দূরত্ব বজায় রেখে, এবং স্বাস্থ্য বিধিনিষেধ মেনে আমরা এ কার্য্যক্রম চালিয়ে যাচ্ছি।

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সসে
১৭ এপ্রিল নমুনা পরীক্ষা করে ৫জনের করোনা পজেটিভ পাওয়া গেছে, এদের মধ্যে

পশ্চিম গোমদন্ডী ২জন,শাকপুরা ২ জন,সারোয়াতলী ১ জন।

মাননীয় ৮আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমেদ এম,পির আন্তরিক প্রচেষ্টায় এখন আমাদের আইসোলেশন বেড আছে ২১টি,কেবিন আছে ৬টি,ওর্য়াড আছে১৫টি। তিনি বলেন সবার সহযোগিতা পেলে আশা করি আমরা এ মহামারী কাটিয়ে উঠতে পারবো।

করোনা টিকার ২য় ডোজ উপজেলা হাসপাতালে সকাল ৯ টা হতে দুপুর ২টায় কার্যক্রম চলছে বলে জানান তিনি
এসময় তিনি আরো বলেন, করোনার টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিধি মানার বিকল্প নেই। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

কোভিড ভ্যাক্সিন:
২য় ডোজের ব্যাপারে সাধারণ ঘোষণাঃ
০১। ৮ই এপ্রিল থেকে ২য় ডোজের টিকা শুরু হয়ছে ।
০২। যাদের প্রাপ্য তাদের মোবাইলে মেসেজ চলে যাবে।
০৩। যাদের টিকা দেয়ার পর ২ মাস অতিবাহিত হয়েছে কিন্তু মেসেজ পাননি তারা অবশ্যই টিকা কার্ড,NID কার্ড এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে চলে আসবেন।
০৪। দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে টিকা কার্ড এবং NID card নিয়ে আসতে হবে।
০৫। ২ মাসের আগে ২য় ডোজের ভ্যাক্সিন নেয়া যাবে না, পরে নেয়া যাবে ( ১২ সপ্তাহ পর্যন্ত)।
০৬। ১ম ডোজ টিকা প্রদান অব্যাহত থাকবে।
০৭। আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাক্সিন আছে, শেষ হওয়ার ভয়ে ভীত হবেন না।
০৮। রোজা রেখে ভ্যাক্সিন নেয়া যাবে।
০৯। ভ্যাক্সিন দাতা এবং স্বেচ্ছাসেবীদের আপনারা সহযোগিতা করলে আপনাদের কাজ দ্রুত এবং সহজ হবে।
১০। কেন্দ্র পরিবর্তন করে ২য় ডোজ ভ্যাক্সিন নেয়া যাবে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.