G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালীর খানখানাবাদে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

0

 

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীর ৩ নং খানখানাবাদ ইউনিয়নে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপিন দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল ) দুপুরে উপজেলার খানখানাবাদ ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তেল, চনা, ডাল, চিনি বিতরণ করা হয়েছে। খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, এ সময় ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ জামাল মিঞা, ইউপি সদস্য দিদারুল আলম, নুর হোসেন, আব্দুল হক, ফরিদা আকতার, নিলুফা আকতার, মো: ইসমাঈল সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, মানুষতে নিরাপদে রাখতে সরকার লকডাউন ঘোষণা করেছে। কিন্ত সাধারন জনগন নানা অজুহাতে লকডাউন মানতে চায়না। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সচেতন হতে হবে। মুখে মাস্ক ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.