G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির সন্তানসহ ৮জন

0

 

ভাড়া করা বিমানে (চার্টার্ড ফ্লাইট) বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) স্ত্রী-সন্তানসহ আট জন একসঙ্গে দেশ ছেড়েছেন।

আজ (বৃহস্পতিবার) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও অভিবাসন পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

যাত্রী তালিকা অনুযায়ী, বিমানটিতে দেশ ছেড়েছেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে ও দুই পরিবারের তিনজন গৃহকর্মী ডায়ানা হার্নানডেজ চাকানান্দো, মোহাম্মদ কাদের মীর ও হোসনে আরা খাতুন।

এর আগে সায়েম সোবহান আনভীরের ছোট ভাই সাফওয়ান সোবহানও দেশ ছাড়েন বলে জানা গেছে।

এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বুধবার তারা একটি বিশেষ ফ্লাইটের অনুমতি নিয়েছেন। আজ তাদের দেশ ছাড়ার কথা।

জানা গেছে, ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেলে রওনা দেয়। এটির গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর।

প্রসঙ্গত, কলেজছাত্রী মুনিয়া আত্মহত্যায় প্ররোচনা মামলার একমাত্র আসামি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা হওয়ার তিন দিনের মাথায় তারা দেশ ছাড়লেন। তবে গত ২৬ এপ্রিল মামলা হওয়ার পর ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। যদিও আনভীর দেশ ছেড়েছেন এমন প্রচার আছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.