বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকায় ঈদের ছুটিতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (২৩)। গত শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সাধনপুর ইউপির লটমনি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত প্রধান ব্যক্তি হল নুরুল কবির (৩৬)। এ সময় তার সহযোগীরা ছিল মোহাম্মদ বাহাদুর (২৬), সৈকত (২৫) এবং অজ্ঞাত আরো এক ব্যক্তি। ওই নারীকে ধর্ষণ করে নুরুল কবির। তার বিরুদ্ধে
ডাকাতি, ধর্ষণ সহ অসংখ্য মামলা রয়েছে। ২০১৪ সালে সে বানীগ্রাম উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঈদের ছুটিতে শনিবার বিকেলে দুই আত্মীয়সহ বাঁশখালী উপজেলার সাধনপুরের লটমনি পাহাড়ে বেড়াতে যান ওই তরুনী। ওই সময় কয়েকজন সহযোগীদের নিয়ে এক ব্যক্তি তাঁকে আটকে রেখে ধর্ষণ করে। এক পর্যায়ে তিনি পালিয়ে গিয়ে রাত ১১ টার দিকে বিষয়টি পুলিশকে জানান।
সে চট্টগ্রাম শহরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। সে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা রামকিরা ইউপির শিশু মিয়ার কন্যা বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাস মুন্সীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, রবিবার ওই তরুনী ফাঁড়িতে এসেছেন। তাঁর বর্ণনামতে আমরা দায়ী ব্যক্তিকে আটকের চেষ্টা চালাচ্ছি।