বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ অনুর্ধ ১৭ বালক শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, এসি ল্যান্ড তাহমিনা আক্তার, পৌরসভার মেয়র হাজি আবুল কালাম আবু, ওসি আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের সাধারণ সম্পাদক এস এম আলী আকবর, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মোঃ জহুরুল ইসলাম জহুর, শেখ শহীদুল আলম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, আবদুল মান্নান মোনাফ চেয়ারম্যান, আবদুল মান্নান চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক হারুন রশীদ বাবলু।বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, দক্ষিণ জেলা ছাত্র লীগের সভাপতি এস এম বোরহান প্রমুখ।
সি-তাজ. কম