G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

পরীমনি, হেলেনা, পিয়াসাসহ ৮ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে-বিএফআইইউ

0

 

চিত্রনায়িকা পরীমনি এবং ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ আটজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে।

চিঠিটি মঙ্গলবার পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র।

যে আটজনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে গ্রেপ্তার হওয়া কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং প্রযোজক নজরুল ইসলাম রাজও আছেন।

বাকি যে তিনজনের তথ্য চাওয়া হয়েছে, তারা হলেন- রোজিনা আক্তার, যার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের বানারীপাড়া এবং ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে সালেহ চৌধুরী ওরফে কার্লোস ও মিশু হাসান।

চিঠিতে পরীমনির পুরো নাম শামসুন নাহার স্মৃতি উল্লেখ করে ঠিকানা দেয়া হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া।

একটি গোয়েন্দা সংস্থার অনুরোধে বিএফআইইউ এসব ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বলে জানা গেছে।

তাদের অ্যাকাউন্ট খোলার ফরম, শুরু থেকে লেনদেন বিবরণী, কোনো ধরনের সঞ্চয় বা ঋণ হিসাব থাকলে তার স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। এসব তথ্য পর্যালোচনায় কোনো অসংগতি পেলে আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী ব্যবস্থা নেবে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.