মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রিজন ভ্যানে করে তাঁকে সেখানে নেওয়া হয়। এ সময় তাঁকে দেখার জন্য উৎসুক জনতা কারাফটকে ভিড় করে।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) আবদুল জলিল পরীমনিকে কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরীমনিকে মহিলা কারাগারের ভেতরে রজনীগন্ধা ভবনের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
পরীমনিকে কাশিমপুর কারাগারে নেওয়ার খবরে বিকেল থেকেই সেখানে শত শত মানুষ ভিড় করে। সন্ধ্যা ৭টার দিকে পরীমনিকে বহনকারী প্রিজন ভ্যানটি কারাগারে প্রবেশ করে।
গাজীপুরের হরিণাচালা এলাকার বাসিন্দা আসলাম হোসেন বলেন, ‘পরীমনিকে কাশিমপুর কারাগারে নিয়ে আসার খবর পেয়ে বিকেল ৫টা থেকে কারাগারের সামনে অপেক্ষা করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তার দেখা পাওয়া যায়নি। প্রচুর মানুষ আর প্রিজন ভ্যানের ভেতরে থাকায় তাকে দেখা হয়নি।’
কোনাবাড়ি পারিজাত এলাকার কারখানা শ্রমিক শারমিন আক্তার বলেন, ‘পরীমনির অনেক ছবি দেখেছি। কিন্তু, বাস্তবে তারে দেখি নাই। মনে করেছিলাম, আজকে দেখতে পারব। কিন্তু গাড়ির ভেতরে থাকায় তাকে দেখা হইল না।’
গাজীপুরের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, সন্ধ্যা ৭টার দিকে পরীমনিকে কাশিমপুর মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় কারাফটকে মানুষের ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।
মাদক মামলায় গ্রেপ্তার পরীমনির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আদেশ দেওয়া হয়। পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম ওরফে দীপুরও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনিকে একটি মাইক্রোবাসে করে হাজতখানায় আনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে বনানী থানায় করা মাদক মামলায় পরীমনিকে মঙ্গলবার দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি
দেন আদালত।
৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
সি-তাজ২৪.কম/এস.টি