বঙ্গবন্ধু বাঙালীর হৃদয়ে চিরভাস্বরিত একটি নাম
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শহীদদের স্মরণে এক স্মরণ আলোচনা সভা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান,আবৃত্তিতে অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের শিক্ষাবিদ অধ্যক্ষ ড.মুজাহিদ রহমান,নজরুল সঙ্গীতশিল্পী শিউলী বেগম,পশ্চিবঙ্গের বাচিকশিল্পী তপতী ভুঁইয়া,সংগঠক সুজিত কুমার দাশ,আওয়ামীলীগনেতা সেলিম রহমান,সাবেক ছাত্রনেতা তসলিম উদ্দীন রানা,নারীনেত্রী আয়েশা সিদ্দিকা রুমী,সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী,সঙ্গীতশিল্পী লুপর্ণা মূৎসূদ্দী, সম্পাদক আসিফ ইকবাল,ছাত্রনেতা মঞ্জুর আলম,সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন
স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু মুজিব,১৫ আগস্টে নয় বিলীন শক্তিতে সজীব। বঙ্গবন্ধু মুজিব চির প্রেরণা আর চেতনার উৎস।মুজিব মানে বাংলাদেশ। বাংলাদেশ মানে মুজিব। সত্যিকার বাঙালি হয়ে থাকলে বঙ্গবন্ধু মুজিব চিরজাগরুক প্রতিটি হৃদয়ে। বাংলার গন্ধে বর্ণে, শিল্প সাহিত্য সংস্কৃতির অবিচ্ছেদ্য বঙ্গবন্ধু মুজিব। মুজিব তাই অমর।মুজিব ভালোবাসায় প্রাণিত হই,প্রজন্মে মুজিবাদর্শ সঞ্চারে সচেষ্ট হই সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে।