মুহাম্মদ মিজান বিন তাহের
বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে কানেতা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) দুপুর ১২.২০ মিনিটের দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
Related Posts
মারা যাওয়া শিশু কানেতা ওই এলাকার মোঃ সোহেলের কন্যা ।
বাড়ির খুব পাশেই তাদের ব্যবহারের পুকুরটি। দুপুরে শিশু কন্যা কানেতা কে বাড়ীর আশেপাশে খোঁজাখুঁজি করলে শিশুর এক চাচা বাড়ীর পাশে সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় দেখে তাকে। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত (সেকমো) বোরহান উদ্দীন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।