প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: বোয়ালখালী উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ বিশেষ নিয়ে এক সেমিনার ২৬ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত হয়। বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক ওয়াহিদুল আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মোঃ মোকারম চেয়ারম্যান, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, উপজেলা মহিলা কর্মকর্তা জিন্নাত সুলতানা, সাংবাদিকবৃন্দ, মহিলা মেম্বার নিলু আকতার, উপজেলার বিভিন্ন এলাকার প্রতিনিধি উপস্থিত ছিলেন
সি-তাজ২৪.কম/এস.টি