আফ্রিকা থেকে আসা ২৪০ জনের সবার মুঠোফোন বন্ধ:স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত এক মাসে ২৪০ জন মানুষ দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। তাঁদের ‘কন্ট্রাক্ট ট্রেসিং’ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাঁরা মুঠোফোন ফোন বন্ধ করে রেখেছেন। এমনকি ঠিকানাও ভুল দিয়েছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনার নতুন ধরন অমিক্রন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানাতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ধরনের নাম দিয়েছে অমিক্রন। বলা হচ্ছে, করোনার নতুন ধরনটি আগের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক হতে পারে। এর স্পাইক প্রোটিন মূল করোনাভাইরাসের স্পাইক প্রোটিন থেকে ভিন্ন হওয়ায় এই ধরন প্রতিরোধে এখন পর্যন্ত উদ্ভাবিত টিকাগুলো কার্যকর না–ও হতে পারে। করোনার এই ধরন প্রতিরোধে বিশ্বজুড়ে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই মধ্যে অনেকগুলো দেশ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে।
সি-তাজ২৪.কম/এস.টি