G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

দুবাইয়ের শাসকের ৬ নম্বর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ,দিতে হবে ৬ হাজার কোটি

0

যুক্তরাজ্যের আইনি জগতের ইতিহাসে সবচেয়ে বড় বিবাহবিচ্ছেদের মামলা জিতে নিলেন দুবাইয়ের কোটিপতি শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম এর সর্বকনিষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া। ব্রিটেনের হাইকোর্ট মঙ্গলবারের (২১ ডিসেম্বর) এ রায়ে প্রিন্সেস হায়া’কে সব মিলিয়ে ৫০ কোটি পাউন্ডের সমপরিমাণ অর্থ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা) পরিশোধের আদেশ দেন। খবর বিবিসি’র।

আদালত রায় দিয়েছে যে দুবাইয়ের এই শাসকের ঘরে প্রিন্সেস হায়ার দুই সন্তানের প্রত্যেককে প্রতিবছর ৫৬ লক্ষ পাউন্ড দিতে হবে, এবং তা ২৯ কোটি পাউন্ডের একটি গ্যারান্টি দিয়ে সুরক্ষিত করা থাকবে। এই দুই সন্তানের মধ্যে এক কন্যার বয়স ১৪ বছর এবং পুত্রের বয়স নয় বছর। এছাড়াও প্রিন্সেস হায়ার ব্রিটেনে বিলাসবহুল দু’টি বাড়ির রক্ষণাবেক্ষণের খরচের কথাও রায়ে রয়েছে। পাশাপাশি প্রিন্সেসের নিরাপত্তার ব্যয়, ছুটি কাটানোর খরচ, একজন নার্স ও আয়ার বেতন ও আবাসনের খরচ, পরিবারের জন্য বুলেটপ্রুফ গাড়ি, এবং তার পালিত ঘোড়া ও অন্যান্য প্রাণীর খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

জর্ডানের সাবেক রাজা হুসেইনের কন্যা ৪৭-বছর বয়স্ক প্রিন্সেস হায়া শেখ মোহাম্মদের ষষ্ঠ এবং কনিষ্ঠতম স্ত্রী। প্রিন্সেস হায়া ২০১৯ সালে তার দুই ছেলেমেয়েকে নিয়ে ব্রিটেনে পালিয়ে যান। তিনি বলেন, শেখ মোহাম্মদ এর আগে তার দুই মেয়ে শেখ লতিফা ও শেখ শামসাকে অপহরণ করিয়েছেন, ফলে তিনি এখন তার নিজের জীবন নিয়ে আশঙ্কার মধ্যে আছেন।

এর আগে শেখ মোহাম্মদ যখন জানতে পারেন প্রিন্সেস হায়া তার এক ব্রিটিশ দেহরক্ষীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন তখন ‘তুমি বেঁচে ছিলে, তুমি মরে গেছো’ নামে একটি কবিতা প্রকাশ করেন। যেখানে তাকে হুমকি দেয়া হয় বলে অনুমান করা হয়। প্রিন্সেস হায়া বলেন, ব্রিটেনে আসার পরও তিনি হুমকি পেয়েছেন
এ জন্য প্রিন্সেস হায়াকে নিজের ও সন্তানদের নিরাপত্তা জোরদার করতে হয়েছে। বিচ্ছেদের জন্য দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন প্রিন্সেস হায়া। এর আগে চলতি বছর এক রায়ে যুক্তরাজ্যের হাইকোর্ট বলেছিলেন, দুবাইয়ের শাসক রশিদ আল-মাখতুম প্রিন্সেস হায়া, তার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ব্যক্তি এবং আইনজীবীদের মুঠোফোন স্পাইওয়ার পেগাসাস ব্যবহার করে বেআইনিভাবে হ্যাক করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রশিদ আল-মাখতুম। সেই সময় তিনি বলেছিলেন, প্রিন্সেস হায়ার ক্ষতিসাধনের ইচ্ছে তার নেই।

বিচ্ছেদের শুনানিতে বিচারপতি মুর বলেন, ‘যুক্তরাজ্যে অবস্থানরত প্রিন্সেস হায়া ও তার সন্তানেরা ঝুঁকিতে রয়েছেন। তারা বাইরের কোনো উৎস থেকে নয়, বরং নিজেদের পরিবারের পক্ষ থেকে হুমকি পাচ্ছেন। এই মুহূর্তে তাদের কঠোর নিরাপত্তার প্রয়োজন রয়েছে।’

বিশ্ব ইতিহাসে অন্যতম ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ বলা হচ্ছে এটিকে। এর আগে ২০১৯ সালে আমাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোস ও স্ত্রী ম্যাকেনজি বেজোসের বিচ্ছেদ হয়। এ জন্য ধনকুবেরকে গুনতে হয় প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.