G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাংলাদেশ মানবাধিকার কমিশন কোতোয়ালি থানার উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত

0

বাংলাদেশ মানবাধিকার কমিশন কোতোয়ালি থানা শাখার সভাপতি আলহাজ্ব আবুল মনসুর চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং প্রধান পৃষ্ঠপোষকতায় ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডস্থ জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হল রুমে দিনব্যাপী ফ্রি ডিভাইস কসমেটিক সুন্নতে খতনা ক্যাম্প ২০মে ২০২৩ শনিবার সম্পন্ন হয়। উক্ত ক্যাম্প পরবর্তী আলোচনা সভা কমিশনের সাধারণ সম্পাদক লায়ন মো: হাছান শাহরিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়; এতে বক্তব্য রাখেন অনুষ্ঠান এর প্রধান অতিথি ৩৩,৩৪ ও ৩৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবি,

ডাক্তার মহিউদ্দিন, সমাজ সেবক এমরান কাদের,আবছার উদ্দিন মিঠু,আফতাব উদ্দিন, ওয়াহিদ আলম ইমন,আব্দুল মন্নান,পারভেজ দোভাষ,মোহাম্মদ দস্তগির,হোসেন আহমদ রাসেল।

অনুষ্টানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের সৌন্দর্য্য বর্ধন করেন সমাজ সেবক মাকসুদুল আলম,তাজউদ্দীন রিজভী,ইয়াসির আরাফাত,শামসুল আলম,মোহাম্মদ মহিউদ্দিন, কমিশনের চট্টগ্রাম মহানগর উওর এর যুগ্ন-সাধরন সম্পাদক জাহেদুল হাসান,অর্থ-সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,কমিশনের কোতোয়ালি থানা যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আরিফ,সাংগঠনিক সম্পাদক ইকরাম চৌধুরী আকিজ,অর্থ সম্পাদক জোনায়েদ করিম মহি, যুগ্ম অর্থ সম্পাদক সাদমান তানজিম দোভাষ,দপ্তর সম্পাদক ইরফান দোভাষ,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হায়দার হোসেন হামিম,সমাজ কল্যাণ সম্পাদক মানিক মিয়া,সহ-সমাজ কল্যাণ সম্পাদক নাঈম উদ্দিন শাহ।

অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সহযোগিতায় ছিলেন তৌফিক,ঝিনুক,যুবরাজ,সাজু,

জামাল,আরজু,মাসুম,ইমন চৌধরী, সুমন,রনি,তারেক,রিপন,টিপু,রাফী,কায়সার,

রিজভী,মাহিন,আয়াজ,সাগর,

চিশতি,রিসাদ,সাদমান,রবিন,অনিক,

মেহেরাজ, ইফাজ,সোহাইম,মুহিত,আরিফ।

আলোচনা সভায় বক্তারা বলেন অত্র এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের জন্য আবুল মনসুর চৌধুরী খোকন এর উদ্যোগ সমূহ প্রশংসার দাবিদার। ক্যাম্পে বাচ্চাদের ফ্রি সুন্নতে খতনা ,ঔষধ,লুঙ্গী,তরল খাবারসহ বিভিন্ন সেবা ও কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.