G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কোহলি কেন ১৮ নম্বর জার্সি পরিধান করেন?

0

জাতীয় দলে টেস্ট, ওডিআই, টি২০ থেকে আইপিএল দল আরসিবি। সব ধরনের ক্রিকেটেই বিরাট কোহলিকে দেখা যায় ১৮ নম্বর জার্সি পরে খেলতে বিরাট কোহলি (Virat Kohli) কে। রহস্যকি !

তবে বর্তমানে এই জার্সি নম্বর যে ব্র্যান্ড হয়ে গিয়েছে তা ভালো করেই জানেন কোহলি। ছোট ছোট বাচ্চাদের তাঁর জার্সি পরে খেলতে দেখে আপ্লুত বলে জানান কোহলি। এত ভালবাসা পাবেন কোনও দিন ভাবতেও পারেননি বলে জানিয়েছেন বিরাট।

লিওনেল মেসির LM10, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর CR7- মতই বিরাট কোহলির VIRAT 18 ব্র্যান্ড হয়ে উঠেছে। কিন্তু কেন পরেন বিরাট কোহলি ১৮ নম্বর জার্সি?

আইপিএলের গুরুত্বপর্ণ ম্যাচে সানরাইডার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ উইনিং সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারী হয়েছেন কোহলি। ছুয়ছেন গেইলকে।

আইপিএল কেরিয়ারের মাইলস্টোন স্পর্শ করার পর ম্যাচ শেষে বিরাট কোহলি জানান ১৮ নম্বর জার্সি পরার কারণ। যা জানলে অবাক হবেন আপনিও।

এরপরই এই জার্সি কীভাবে তার জীবনের সঙ্গে জরিয়ে গিয়েছে সেই রহস্যভেদ করেন কোহলি। কোহলির জীবনের দু’টি বড় ঘটনা ঘটেছিল ১৮ তারিখ। একটি আনন্দের। অন্যটি দুঃখের।

প্রথমত বিরাট কোহলি জানান,”অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকেই ১৮ নম্বর জার্সি পরে খেলেন বিরাট কোহলি। তবে তিনি এই নম্বরের জার্সি চাননি। আমাকে দেওয়াই হয়েছিল এই জার্সি।”

কোহলি বলেন,”২০০৮ সালের ১৮ অগস্ট ভারতের হয়ে আমার অভিষেক হয়েছিল। তার ঠিক দু’বছর আগে ২০০৬ সালের ১৮ ডিসেম্বর আমার বাবা মারা গিয়েছিল। এইভাবেই জীবনের সঙ্গে জরিয়ে গিয়েছে ১৮ নম্বর জার্সি।” নিউজ২৮ বাংলা।

 

Leave A Reply

Your email address will not be published.