বাঁশখালী পুকুরিয়া ছড়ারকুল শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স কর্তৃক পরিচালিত শাহ্ মাহমুদিয়া ইসলামী নূরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদরাসা, হেফজখানা ও এতিমখানায় হযরত বড় হুজুর (রহ.), ছোট হুজুর (রহ.) ও এলাকার মরহুমদের ইছালে সওয়াব মাহফিল, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক সভা ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ৭টা থেকে কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হয়।
সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামি স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক শাহজাদায়ে গারাংগিয়া মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন মজিদির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন, চরতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম,শাহজাদায়ে গারাংগিয়া মাওলানা আবু রাশেদ মুহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী ।
প্রধান আলোচক ছিলেন খলিফায়ে গারাংগিয়া হযরত মাওলানা শাহ্ আব্দুল মাবুদ, মাওলানা মীর আহামদ আনছারী। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন শাহাজাদা মাওলানা মোহাম্মদ মঈনদ্দিন মজিদি।
বিশেষ আলোচক ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, বোয়ালখালী দারুচ্ছুন্না কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল জলীল, পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা আহমুদুর রহমান আনছারী, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন সিদ্দিকী, মাওলানা আব্দুল মোকাররম চৌধুরী, মাওলানা এরশাদুল হক, মাওলানা ওমর ফারুক চৌধুরী, কমপ্লেক্স এর সভাপতি এডভোকেট কে এম নাজমুল হক সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন জাহেদ, মাওলানা আরিফ বিন নজির, মাওলানা ইউছুফ আনছারী, মাওলানা এরফানুল হক সিকদার প্রমুখ। বক্তারা বলেন সত্যিকার মুমিন ইসলামকে পুরোপরি গ্রহণ করবে। জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠা করার জিহাদে শরীক হবে। মুমিন ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধের সংগ্রামে ঝাপিয়ে পড়বে।
সি-তাজ২৪.কম/এস.টি