শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলা ও ইসলামী যুব কাফেলা এবং সকল ভক্ত, মুহিব্বিন, আশেকীনে ত্বরিকত এর যৌথ উদ্যোগে ৯ মার্চ ১১ম বার্ষিক ত্বরিকত সম্মেলন-২০২৪ বাঁশখালী থানাধীন কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক শাহসুফি মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী পীর সাহেব কেবলা গারাংগিয়া (মজিআ)।
মাহফিলে আশেকীন ত্বরিকত পন্থিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন এন্তেজামিয়া কমিটির পক্ষে শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলার বাঁশখালী শাখার সভাপতি হযরত মাওলানা শাহসূফি মীর আহমদ আনছারী বিজ্ঞপ্তি
সি-তাজ২৪.কম/এস.টি