G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মাদকে আসক্তি যুবসমাজকে অধঃপতনের চূড়ান্ত সীমায় নিয়ে গেছে

0

শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর ব্যাবস্থপনায় চট্টগ্রাম আগ্রাবাদস্থ কমপ্লেক্সে ২০ দিনব্যাপী দারসুল কুরআন ও ইফতার মাহফিল ৪ মার্চ মঙ্গলবার ৩য় রমজানের আলোচনায় যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও প্রতিকারের উপায় বিষয়ে মাওলানা মাহফুজুর রহমান বলেন যুবসমাজ জাতির চালিকা শক্তি।

তাদের ছাড়া সমাজ পরিবর্তন অসম্ভব। তাদের শক্তি ও ঐক্যের ওপর ভিত্তি করেই যেকোনো আন্দোলন সফলতার মুখ দেখে। তাই যে সমাজে যুবকদের চরিত্র ভালো থাকবে, সেখানে শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক জীবন বিরাজমান থাকবে।

অন্যদিকে যুবকদের চরিত্র নষ্ট হলে সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়। তিনি আর বলেন মাদকে আসক্তি যুবসমাজকে অধঃপতনের চূড়ান্ত সীমায় নিয়ে গেছে। অথচ সব নেশাজাতীয় দ্রব্য হারাম। মহানবী (সা.) বলেন, ‘তোমরা মাদক গ্রহণ করবে না। কারণ তা সব অপকর্ম ও অশ্লীলতার চাবিকাঠি।’ (ইবন মাজাহ) হাদিসে এসেছে, মাদকের সঙ্গে সম্পৃক্ত দশ শ্রেণির মানুষের প্রতি রাসুলুল্লাহ (সা.) অভিশাপ দিয়েছেন।

তারা হলো মদপানকারী, মদ প্রস্তুতকারী, মদ তৈরির উপদেষ্টা, মদ বহনকারী, যার কাছে বহন করা হয়, যে পান করায়, মদ বিক্রেতা, মূল্য গ্রহণকারী, মদ ক্রয়-বিক্রয়কারী এবং যার জন্য মদ কেনা হয়।’

(তিরমিজি) তাই মদ ও সব নেশাজাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকাই যুবসমাজের মুক্তির একান্ত পথ। সহকারী শিক্ষক আবদুল মোমেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক সোহেল তাজ, মাওলানা মোহাম্মদ আবু নোমান, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.