চট্টগ্রাম সাতকানিয়া দক্ষিন চরতী ভরাচর নতুন পাড়া নিবাসী নিজ এলাকা থেকে অপহরণ করে । ২ দিনেও খোঁজ মেলেনি চরতী ভরাচর নতুন পাড়া খামার ব্যবসায়ী আব্দুর রশিদ (৫৫)।
জানা যায়, গত শনিবার সকাল ১০টা চন্দনাইশ চন্দনাইশের বাগিচা হাট গেলে আর ফেরেননি তিনি। তার পরিবার দিন রাত খোঁজাখুঁজির পর না পেরে স্ত্রী রুমু আকতার (৪২) চন্দনাইশ থানায় তার স্বামীর নিখোঁজের বিষয় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ওসি মো. নুরুজ্জামান বলেন, পুলিশ বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছে। এতটুকু বলে কল কেটে দেন।
সি-তাজ২৪.কম/এস.টি