কবি ও কবুত
শিহাব ইকবাল
কবির কবিতা ওড়ে,
কবুতর হয়ে ওড়ে
যেখানে কষ্ট লেগে
আকাশ ঢেকেছে মেঘে
বাতাস ছুটেছে বেগে
সময়ের বাহুডোরে।
কবির হৃদয়ে ব্যথা,
কবুতর বলে কথা
যেখানে মুক্তি কাঁদে
দানবের পাতা ফাঁদে,
পশুদের পদাঘাতে
বিপন্ন মানবতা।
কবিতা উড়তে থাকে,
কবুতর ঝাঁকে ঝাঁকে,
সোনালি সূর্য ওঠো,
গোলাপি গোলাপ ফোটো,
রূপালি রকেট ছোটো
জীবনের বাঁকে বাঁকে।