G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসছেন ম্যারাডোনা

0

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরকে ঘোষণা করা হয়েছে মুজিববর্ষ। আর এই বছরটি উৎসবমুখর করতে সরকারের নানা উদ্যোগে সঙ্গী বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। তাই অন্য আয়োজনের পাশাপাশি ১৯৮৬ ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাকে আনতে যাচ্ছে তারা।

ম্যারাডোনার আসার খবরটি আগেই জানিয়েছিল বাফুফে। তবে প্রয়োজন ছিল আনুষ্ঠানিক ঘোষণার। বাফুফের দেওয়া ঘোষণা অনুসারে আগামী বছরের কোনও একসময় এই ফুটবল গ্রেট ঢাকায় আসবেন। তেমনটি হলে প্রথমবারের মতো ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

তার আসার খবরটি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা।’

ঢাকায় এসে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা আছে। এছাড়া ফুটবলের বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ তার আসার খবরটি নিশ্চিত করতে পারলেও বিস্তারিত কিছু বলতে পারেননি, ‘ডিয়েগো ম্যারাডোনা আসছেন, এটা নিশ্চিত। তবে কবে আসবেন বা সফর সূচিতে কী কী থাকবে, তা এখনও ঠিক হয়নি।’

Leave A Reply

Your email address will not be published.