আজ ১২ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় সাতকানিয়া পশ্চিম গাটিয়াডেঙ্গাস্থ কার্যালয়ে শহীদ আহমদুল হক চৌধুরী স্মৃতি বৃত্তি-২০১৯ এর ফলাফল স্মৃতি সংসদের উপদেষ্টা ৬নং এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রকাশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, সহকারী প্রধান শিক্ষক মাস্টার নুরুন্নবী, সিনিয়র শিক্ষক সুকান্ত বিশ্বাস, মাস্টার নুরুল আলম, পশ্চিম গাটিয়াডেঙ্গা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার শফিকুল আলম, জনকল্যাণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার সেলিম রেজা, স্মৃতি সংসদের সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, অর্থ সম্পাদক নুরুল আলম, নুর মোহাম্মদ, আব্দুর নুর মুনসি, মোহম্মদ জমির উদ্দিন, মোঃ তৌহিদ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণকারী এবং বিজয়ী সকলকে স্মৃতি সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ পত্রিকার মাধ্যমে এবং স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছেন ট্যালেন্টপুল: ৩০১৬, ৪০০৯, ৪০০৮, ৫০২০, ৫০১৪ = ৫ জন। সাধারণ: ৩০১৩, ৩০০৩, ৩০০৯, ৩০০২, ৩০০৮, ৪০০৭, ৪০২৯, ৪০২৪, ৪০১৬, ৫০২৭, ২০২৫, ৫০০৩, ৫০২১, ৬০০২, ৬০০৭, ৬০২৭, ৬০৩৪, ৬০০৮, ৬০২৩, ৬০২৬, ৬০০৩, ৬০২০, ৬০০৯, ৭০০৩, ৭০৫৩, ৭০০১, ৭০৪২, ৭০২৮, ৭০২৯, ৭০১৮, ৭০৩৩, ৭০৩৪, ৭০৪৩, ৭০০৫, ৭০৪৬, ৮০৪৭, ৮০১৩, ৮০৪৬, ৮০৩৪, ৮০১৫, ৮০৫০, ৮০২৬, ৮০১৬, ৮০২৭ = ৪৪ জন। মোট = ৪৯ জন। যারা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মধ্যে স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের নিকট এক কপি পাসপোর্ট সাইজ ছবি ও জন্ম সনদের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।
সি-তাজ২৪.কম/এস.টি