সাতকানিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যবসায়ী সিরাজুল ইসলামের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও দাফন-কাফনের কাজে জড়িত ১৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
গত রবিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অভ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়।
নমুনা পরীক্ষা শেষে বিআইটিআইডি হতে গতকাল সোমবার রাতে পাওয়া রিপোর্টে তাদের করোনা নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার রাতে পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগরের বাসিন্দা ব্যবসায়ী সিরাজুল ইসলাম মারা যান। ওই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা শনাক্ত হয়।
এদিকে, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিরাজুল ইসলামের পরিবারের সদস্য, তাকে বহনকারী অটোরিকশাচালক, আত্মীয়-স্বজন ও দাফন-কাফনের কাজে জড়িত থাকা ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়।
এসব নমুনা পরীক্ষা শেষে বিআইটিআইডি হতে দেওয়া রিপোর্টে সবার করোনা নেগেটিভ এসেছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূূর এ আলম জানান, মারা যাওয়া ব্যক্তির ২ ছেলেসহ পরিবারের সদস্য, সিএনজিচালিত অটোরিকশাচালক, আত্মীয় ও দাফনের কাজে নিয়োজিত ছিল এরকম ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
তাদের নমুনা পরীক্ষা শেষে বিআইটিআইডি হতে গতকাল রাতে হাতে পাওয়া রিপোর্ট অনুযায়ী ১৬ জনের মধ্যে কারো শরীরে করোনার সংক্রমণ নাই।
সি-তাজ২৪.কম/এস.টি