আধ্যাত্বিক জগতের সিংহপুরুষ,চুনতী১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সাঃ) এর প্রবর্তক,চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অন্যতম পৃষ্ঠপোষক, শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রহ) এর বার্ষিক ইসালে সওয়াব মাহফিল আগামী ১১ই অক্টোবর ২৩ শে সফর, রবিবার অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে ঐ দিন সকাল ৭টা থেকে চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার তত্ত্বাবধানে প্রতি বৎসরের মত খতমে কুরআন শরীফ ও খতমে বুখারী শরীফ, এর আয়োজন করা হয়েছে। জোহরের নামাজের পর মীলাদ শরীফ ও মুনাজাত এর মাধ্যমে মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয় হবে ।উক্ত মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানান।
চুুুুনতী হাকিমিয়া কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ নিজামুদ্দিন ।