দর্শক ও খেলোয়াড়দের বর্ণবাদী মন্তব্যে এর আগে ফুটবল কলঙ্কিত হয়েছে অনেকবার। এবার ম্যাচ পরিচালকের বর্ণবাদী মন্তব্যের মধ্য দিয়ে আরেকটি কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হলো ইউরোপীয় ফুটবল। মঙ্গলবার রাতে পিএসজি, ইস্তানবুল বাসাসেহিরের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘটেছে এই লজ্জাজনক ঘটনা।
পার্ক ডি ফ্রান্সে গ্রুপ পর্বের এই ম্যাচের ১৪তম মিনিটে ইস্তানবুলের সহকারী কোচ পিয়ের ওয়েবোকে কার্ড দেখানোর সময় তাকে উদ্দেশ্য করে চতুর্থ রেফারি সেবাস্তিয়ান কোলতেসু বর্ণবাদী সর্বনাম ব্যবহার করলে তাৎক্ষণিক ভাবে প্রতিবাদ করেন বেঞ্চে বসে থাকা ইস্তানবুল স্ট্রাইকার ডেম্বা বা। প্রধান রেফারির কাছে অভিযোগ দেয়ার সময় তাকে বলতে শুনা যায়, ‘আপনি কখনো একজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে বলবেন না ‘ওই সাদ লোকটা’। আপনি বলবেন ‘ওই লোকটা’। কিন্তু একজন কৃষ্ণাঙ্গকে সম্বোধন করার সময় আপনি কেন বলবেন ‘ওই কালো লোকটা’?’
কিছুক্ষণের মধ্যেই ডেম্বা বার সাথে প্রতিবাদে যোগ দেয় ইস্তানবুল ও পিএসজির সকল ফুটবলার। প্রতিবাদ স্বরূপ খেলা আর দীর্ঘায়িত না করে মাঠ পরিত্যাগ করেন তারা। পরবর্তীতে দুই দলের একাধিক ফুটবলার বর্ণবাদের বিপক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বকাপজয়ী পিএসজি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে টুইটারে লিখেন, ‘বর্ণবাদকে না বলুন। ওয়েবো, আমরা তোমার সাথে আছি।’ ব্রাজিলিয়ান তারকা নেইমার টুইটারে তার মুষ্টিবদ্ধ ছবি দিয়ে লিখেন, ‘ব্ল্যাক লাইভস মেটার’।
বর্ণবাদের বিরুদ্ধে ফুটবলারদের এরকম প্রতিবাদ বিরল। ফুটবলারদের বর্ণবাদ বিরোধী এই বলিষ্ঠ প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন চেলসি তারকা দিদিয়ের দ্রগবা। এক টুইটার বার্তায় তাৎক্ষণিক প্রতিবাদের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ডেম্বা বা ও ওয়েবোকে। ম্যাচ বয়কট করে মাঠ ছাড়ার জন্য দুই দলের খেলোয়াড়দেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এই নিন্দনীয় ঘটনায় মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানও। টুইটারে উয়েফাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ক্রীড়া এবং জীবনের সব ক্ষেত্রেই আমাদের নিঃশর্তভাবে বর্ণবাদ এবং বৈষম্যের বিপক্ষে অবস্থান নিতে হবে।’
এক বিবৃতিতে উয়েফা দ্রুত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে। ১৪ মিনিট থেকে ম্যাচের বাকি অংশ নতুন একদল রেফারির নেতৃত্বে বুধবার রাতে পরিচালিত হবে বলেও জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।