মোঃ রিফাত প্রতিনিধি সাতকানিয়া : আল্লামা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, আরবী ভাষা ও সাহিত্যে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ভাষা চর্চাটা যেন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে হয় এবং তা অবশ্যই ব্যবহারিক, তাত্ত্বিক, জ্ঞান-বিজ্ঞান ভিত্তিক হতে হবে, প্রয়োজন পূরণে হতে হবে কার্যকর ও ফলপ্রসূ। তবে কোনভাবে আধ্যাত্মিকতা ও নীতি-নৈতিকতাকে বাদ দিয়ে নয়। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক পর্যায়ে ভাষা চর্চার পাশাপাশি ব্যক্তি পর্যায়েও নিয়মতান্ত্রিক, বাস্তবভিত্তিক সাধনা ও অনুশীলন। অন্যথায় আমাদের পক্ষে কাঙ্ক্ষিত মানের আরবী ভাষা শিক্ষাও সম্ভব হবে না। তিনি আরো বলেন, আরবি ভাষার এমনসব বিশেষত্ব রয়েছে যার জন্য আল্লাহ পাক এ ভাষাকে মনোনীত করেছেন কোরআনের ভাষা হিসাবে। ড. আবু রেজা নদভী এমপি বলেন, ভাষাবিজ্ঞানের বিচারেও দেখা যায়, সময়ের সাথে সাথে পৃথিবীর প্রায় সব ভাষার বিবর্তন হয়েছে কমবেশি। আবার সময়ের সাথে শব্দের অর্থেরও পরিবর্তন ঘটেছে। কিন্তু আরবি ভাষা এসেছে ২০০০ বৎসরেরও বেশি পুরাতন সেমেটিক ভাষা থেকে। আরবী ভাষায় আছে সবচেয়ে সমৃদ্ধ শব্দ ভাণ্ডার। সব ধরনের ভাব বা অবস্থা বুঝানোর জন্য এর ভিন্ন ভিন্ন শব্দ আছে। ড. আবু রেজা নদভী এমপি বলেন, ভাষা- সাহিত্য, অর্থ-সম্পদ ও বিজ্ঞানের চরম উৎকর্ষতা পাশ্চাত্যের দেশগুলোর মানুষের জন্য সুখ ও প্রশান্তি নিশ্চিত করতে পারেনি, এর কারণ হলো আল্লাহ-বিমুখতা ও আধ্যাত্মিকতাকে অস্বীকার। তিনি বলেন, অর্জিত জ্ঞান হতে হবে সমাজ-দেশ-জাতির কল্যাণে নিবেদিত।
তিনি ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আধুনিক আরবী সাহিত্যের সুতিকাগার হিসেবে খ্যাত জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জামেয়া দারুল মা’আরিফের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর সভাপতিত্বে
সেমিনারে প্রধান আলোচক ছিলেন জামেয়া দারুল মা’আরিফের সহকারী পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল। উপস্থিত ছিলেন, ড. রশীদ জাহেদ, প্রফেসর শাকের আলম শওক, প্রফেসর ড. মোস্তফা কামিল মাদানি, মাওলানা ফুরকান আনোয়ারী, মাওলানা এনামুল হক মাদানী, মাওলানা আমিনুল্লাহ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শোয়াইব মক্কী, মাওলানা মাহমুদ মুজিব। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রতিযোগী ক্বারী হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আফীফ ফুরকান মাদানী। সেমিনারের আয়োজক ছিল, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার সাংস্কৃতিক ফোরাম “আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামী।”
সি-তাজ.কম/এস.টি